শাহজাদপুর জুডিঃম্যাজিষ্ট্রেট আবু খান শাহিন কনকের বিদায় সংবর্ধনা।

রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: চলতি মাসের ৮ নভেম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট থেকে যুগ্ন জজ হিসেবে পদোন্নতি পেয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবু খান শাহীন কনক।

 

পদোন্নতি পাওয়ায় বর্তমান কর্মস্থল শাহজাদপুর চৌকি আদালতে আর থাকছেন না এই বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট। সবকিছু ঠিক থাকলে পদোন্নতি সুত্রে লালমনিরহাট ল্যান্ড সার্ভে ট্রাইবুনালে যোগদান করবেন চলতি মাসে।

 

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হিসেবে শাহজাদপুর চৌকি আদালতে গতকাল রবিবার (১৫ নভেম্বর) শেষবারের মত এজলাস করেছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবু খান শাহিন কনক।

 

গতকাল রবিবার দুপুরে স্থানীয় শাহজাদপুর আইনজীবী সমিতি ভবনে ম্যাজিষ্ট্রেট আবু খান শাহীন কনকের সন্মানে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এ্যাডঃ মতিয়ার রহমানের সঞ্চালনায় এ্যাডভোকেট মোঃ আব্দুস সাত্তার মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহকারি জজ কিশোর দত্ত, এ্যাডঃ মোঃ আনোয়ার হোসেন,আঃ হাই, শাহ জালাল মিয়া,আঃ আজিজ জেলহক কেএম রায়হান উদ্দিন, আঃ মালেকসহ অনেকে।

 

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যদানকালে আবু খান শাহিন কনক কর্মরত থাকাবস্থাকালের বিভিন্ন স্মৃতিচারণ ও সবার কাছে দোয়া প্রার্থনা করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতি ও আইনজীবী সমিতির সদস্যবৃন্দসহ আদালতের কর্মচারীবৃন্দ।

 

উল্লেখ্য আবু খান শাহীন কনক ২০১৮ সালের ১৪ অক্টোবর শাহজাদপুর চৌকি আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *