লম্বা সময় ধরে সিঙ্গেল মাদার হিসেবেই সময় পার করছেন দুই পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। ব্যক্তিগত জীবনে ভালোবেসে নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। কিন্তু সেই সংসারের বিচ্ছেদ ঘটে ২০১৫ সালে। এরপর একমাত্র সন্তানকে নিয়ে একাই জীবনযাপন করে আসছেন সাবা।
তবে জানা গেছে, অভিনেত্রী জানালেন নতুন করে প্রেমে পড়েছেন। এমনকি সব ঠিক থাকলে তাকেই বিয়ে করে বাকিটা জীবন একসঙ্গে কাটিয়ে দিতে চান তিনি।
এই চলচ্চিত্র নায়িকা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে গেছেন। দূরদেশে বেশ ফুরফুরে মেজাজে আছেন তিনি। প্রতিদিন ফেসবুকে নতুন নতুন ছবি ও ভিডিও শেয়ার করছেন। ঘুরে বেড়াচ্ছেন ইচ্ছেমতো।
গতকাল সংবাদমাধ্যমের কথা বলেন কবরী পরিচালিত আয়না সিনেমাখ্যাত এই অভিনেত্রী। তিনি বলেন, ‘ভীষণ ভালো লাগছে আমেরিকায় এসে। অনেক ঘুরছি। অনেক আনন্দ করছি। যদিও প্রথমবার এসেছি, কিন্ত ভালো লাগাটা কাজ করছে বেশি।’
এই প্রশ্নের জবাবে সোহানা সাবা বলেন, ‘এখন পর্যন্ত চারটি অঙ্গরাজ্যে গিয়েছি। যেখানে যাচ্ছি সেখানেই নতুন নতুন দৃশ্য দেখে মুগ্ধ হচ্ছি। এতবড় দেশ অল্প দিনে ঘুরে শেষ করা সম্ভব নয়। তারপরও যতটা পারছি ঘুরছি।’
প্রচুর ছবি তুলছেন, কে তুলে দিচ্ছে আপনার ছবি? এমন প্রশ্ন শুনে হাসেন সোহানা সাবা। তারপর চুপ করে থাকেন। প্রশ্নটি এড়িয়ে যান তিনি।
সবশেষে সাবার কাছে জানতে চাওয়া হয় প্রেম-ভালোবাসা-বিয়ে নিয়ে। জবাবে তিনি বলেন, ‘সম্পর্ক আছে। আগেও বলেছি। আমাদের সম্পর্ক তিন বছরের। সুন্দর একটা সম্পর্ক আছে । যখন কিছু হবে সবাই জানতে পারবেন।’