ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় গরম থাকে সামাজিক মাধ্যম। আবারো গরম খবর নিয়ে হাজির হয়েছে আলোচিত ও সমালোচিত এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক যুবকের বুকে মাথা রেখে ছবি পোস্ট করে আবার ভাইরাল এই নায়িকা। তবে কার বুকে মাথা রাখলেন, এ নিয়ে যেন বিতর্ক থামছে না। নাকি নতুন প্রেমের দিকে ইঙ্গিত দিয়ে দর্শকদের উসকে দিচ্ছেন তিনি।
যদিও নেটিজেনদের অনেকে বলছেন, হাতের ঘড়ির সূত্র প্রমাণ করে, যুবকটি আর কেউ নয় সেই তরুণ সংগীতশিল্পী শেখ সাদী। এর কারণ মাসখানেকের বেশি সময় ধরে শোনা যাচ্ছিল, শেখ সাদীর সঙ্গেই পরীমণি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। যে কারণে ভক্তরাও দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন।
রহস্যময় ছবিটি পোস্ট করার পর থেকেই ফেসবুকে বিভিন্ন গ্রুপ, পেইজে নেটিজেনরা শেখ সাদী ও পরীমণির ‘ভাইরাল’ সেই ছবি নিয়ে একের পর এক স্ট্যাটাস দিচ্ছেন। কেউ লিখেছেন, শেখ সাদীকে আর আড়ালে রাখতে পারলেন না পরীমণি। কেউ আবার পরীমণি-সাদীর প্রেমের সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছেন। নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার লিখেছেন, ভালোবাসা বেঁচে থাকুক ভালোবাসায়।
এ বিষয়ে তরুণ গায়ক শেখ সাদীকে প্রশ্ন করা হলে প্রথমে তিনি হেসে দেন। তারপর তিনি এ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চান না বলে জানান। সামাজিক মাধ্যমে পরীর পোস্ট করা ছবিতে হাতঘড়ি মিলের বিষয়ে তিনি বলেন, ‘কোম্পানী হাতঘড়ি কি একটিই বানিয়ে নাকি, একই হাতঘড়ি তো দুজন মানুষ পরতেই পারে।’ ছবিতে পরীর সঙ্গের ব্যক্তিটি আপনিই কিনা জানতে চাইলে সাদী বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই বলতে চাই না।’
