টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর দক্ষিণপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই কাশেম (৬০) আহত হয়েছেন। রোববার দুপুরে (১৭মার্চ) তাদের নিজ বসত বাড়িতে এ ঘটনা ঘটে। আহত কাশেমকে রক্তাক্ত আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
স্থানীয়রা জানায়, উপজেলার রামপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আজিবর ফকিরের বড় ছেলে আবুল কাশেমের সাথে তার ছেোট ভাই আবুল হোসেনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরত চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রোববার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই কাশেমের উপর ছোট ভাই আবুল হোসেন তার স্ত্রী ও মেয়েকে নিয়ে আতর্কিত হামলা চালায়। এ হামলায় রক্তাক্ত আহত অবস্থায় আবুল কাশেমকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন কাশেমের শারীরিক অবস্থা আশঙ্কাজন।
এ ব্যাপারে কালিহাতী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কাশেমের পারিবার।
এসএইচ