নাগরপুরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের নাগরপুরে পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে রবিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত তারা কর্মবিরতি শুরু করে উপজেলা পরিষদ চত্বরে।

 

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত তারা এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করবে।

 

কর্মবিরতি চলাকালে উপস্থিত ছিলেন নাগরপুর ইউএনও অফিসের গোপনীয় সহকারী (সিএ) মো: মনিরুজ্জামান, উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী প্রদীপ কুমার সূত্রধর প্রমুখ। তাদের দাবি, সচিবালয়ের ন্যায় পদ-পদবি পরিবর্তন এবং বেতন গ্রেড উন্নীতকরণ।

 

এদিকে উপজেলার গুরুত্বপূর্ণ দুই অফিসের কর্মচারীরা কর্মবিরতি শুরু করায় সেবা প্রার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *