প্রবাসীদের গ্রেফতার করে কারাগারে রাখা একটি বড় জুলুম: ভিপি নুর

নজর২৪, ঢাকা- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেছেন, বিপদে পড়া প্রবাসীদের যখন বাইরের দেশে সরকার বিমান ভাড়া করে দেশে পাঠায়, সেখানে ভোট ডাকাতির সরকার তাদের গ্রেফতার করেছে। রেমিট্যান্স যোদ্ধাদের গ্রেফতার করে কারাগারে রাখার ঘটনা একটি বড় জুলুম ও অন্যায়।

 

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আয়োজিত ‘বিতর্কিত ৫৪ ধারায় আটক প্রবাসীদের মুক্তির দাবিতে এক মানববন্ধন’ থেকে এসব কথা বলেন তিনি।

 

নুর বলেন, ‘প্রবাসীদের রেমিট্যান্স যোদ্ধা বলা হয়। কিন্তু আমরা দেখলাম করোনাকালীন সময় কারও হয়তো ভিসার মেয়াদ শেষ হয়েছে, ওয়ার্ক পারমিট বাতিল হয়ে গেছে। নানাভাবে সেই দেশের সরকার তাদের ক্ষমা করে দিয়েছে। এমনকি প্লেন ভাড়া করে তাদেরকে দেশে পাঠিয়েছে। অথচ আমাদের দেশে ভোট ডাকাতির সরকার তাদের গ্রেফতার করেছে। এখন যদি বলেন, প্রবাসীদের কেন গ্রেফতার করা হলো। তাহলে বলবো, দেশের মধ্যে মামলা-হামলা দিয়ে দেশের মানুষকে কোণঠাসা করে রাখা হয়েছে। মানুষ কথা বলতে পারছে না।’

 

বাংলাদেশ যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, উন্নয়নের গল্প বলে আমাদের ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। দেশে গুম-খুনের রাজনীতি চলছে। সাংবাদিকরাও আজ নিরাপদ নয়। তাই এখন ঐক্যদ্ধ আন্দোলনের মাধ্যম এ সরকারের পতন ঘটিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।

 

যুব অধিকার মহানগর নেতা আহমেদ ইসমাইল বলেন, প্রবাসীরা দেশকে সুরক্ষা করছে অথচ আমরা প্রবাসীদের জেলে ভরে দিচ্ছি।

 

যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বলেন, প্রবাসী অধিকার রক্ষা করতে হলে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *