আজ ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার: জেনে নিন আজকের রাশিফল

তথ্য জাদুঘর ডেস্ক– আজ ১০ সেপ্টেম্বর ২০২০ রোজ বৃহস্পতিবার বাংলা ২৬ ভাদ্র ১৪২৭। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

 

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): আজ আপনার বড় অঙ্কের অর্থ প্রাপ্তির সুযোগ আসতে পারে। পকেট গরম থাকাতে আজ কোনো রেস্তোরায় খেতে যেতে পারেন। সঞ্চয়ের প্রয়োজনে এখনই সময় একটি ব্যাংকের জমাখাতা আরম্ভ করা।

 

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে): বৃষ রাশির আজ সকাল থেকেই মনের অবস্থা ভালো যাবে। সকল ঝুঁট ঝামেলা দূর করে মানসিক প্রশান্তি অনুভব করবেন। দাম্পত্য সুখ শান্তির জন্য বড় কোনো ত্যাগ করতে পারেন।

 

মিথুন রাশি (২১ মে-২০ জুন): আজ অনেক কিছু কেনাকাটার দিন। জীবন সাথীকে নিয়ে কোনো শপিংমলে যাওয়ার দিন। বিদেশ সংক্রান্ত বিষয়ে আজ সফলতা আসন্ন। ব্যবসায়ীক প্রয়োজনে দূরে যেতে হবে।

 

কর্কট রাশি ( ২১ জুন-২০ জুলাই) : আজ আপনার বন্ধু ভাগ্য বলবান। বন্ধুর কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার আশা রয়েছে। বড় বোনের কাছ থেকে কিছু অর্থ ভুলিয়ে ভালিয়ে নিতে সক্ষম হবেন। বেসরকারি চাকুরেদের আজ বেতন আদায় করার সুযোগ আসবে।

 

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগষ্ট) : কর্মস্থলে সকল বাধা বিপত্তি পেরিয়ে উচ্চ পদ লাভ। আজ বন্ধুর চাকরির জন্য যেয়ে নিজেরও চাকরি হয়ে যেতে পারে। বাবার স্নেহ পাওয়ার জন্য বড় ভাই বোনের সাথে কোনো প্রতিযোগিতা চলবে।

 

কন্যা রাশি (২২ আগষ্ট-২২ সেপ্টেম্বর) : আজ বিদেশ ভাগ্য বলবান। বিদেশী ভাষা সংক্রান্ত বিষয়ে কোনো পরীক্ষার প্রস্তুতি চলবে। বিদেশ থেকে প্রত্যাগত শিক্ষার্থীরা পুনরায় বিদেশ যাত্রার সুযোগ পাবেন। আজ লটারি ভাগ্য সহায় হতে পারে।

 

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর -২২ অক্টোবর) : ব্যবসায়ীক জটিলতা কেটে যাবে। ব্যবসার প্রয়োজনে ঋণ করার যোগ প্রবল। আজ ব্যাংক লেনদেনে সফলতা আসন্ন। শেয়ার ব্যবসায় ভালো অঙ্কের লাভের আশা রয়েছে।

 

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : দাম্পত্য ক্ষেত্রে অগ্রগতি হবে। হঠাৎ করেই পছন্দর মানুষকে এক কাপড়ে বিয়ে করতে পারবেন। আজ ব্যবসায়ীদের বিশাল অঙ্কের লাভ হতে যাচ্ছে।

 

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : কর্মস্থলে সকল প্রকার ঝামেলা কেটে যাবে। সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের সাথে হাসিখুশি আচরণ করলে লাভ হবে। অহেতুক কাউকে সন্দেহ না করে বিশ্বাস করতে শিখুন।

 

মকর রাশি (২১ ডিসেম্বর-২০ জানুয়ারি) : প্রেমে সাফল্য আসবে। পরীক্ষার প্রস্তুতিতে অগ্রগতি হবে। শিল্প জগতে কাজ করার সুপ্ত বাসনা আকস্মিক ভাবেই পূরণ হতে চলেছে। সন্তানের জন্য উপহার ক্রয় করতে হবে।

 

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : সাংসারিক কাজে মায়ের সাহায্য পাবেন। মায়ের ভূমি সম্পত্তির ভাগ পাওয়ার সুযোগ প্রবল। আত্মীয়দের কল্যাণে চাকরির ব্যবস্থা ও আবাসনের ব্যবস্থা হয়ে যাবে।

 

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ) : দিনটি গোপন কোনো তথ্যকে কাজে লাগানোর। ব্যবসা ক্ষেত্রে আজ ছোট ভাই এর সাহায্য আপনাকে লাভবান করতে চলেছে। নিজের একটি ই-কমার্স খোলার সুযোগ আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *