আপন দুই বোনকে ধ.র্ষ.ণ, দরজা ভেঙে ধ.র্ষককে গ্রেফতার করলো পুলিশ

নজর২৪, নারায়ণগঞ্জ: জেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় আপন দুই বোন ধর্ষণের অভিযোগে আবু বক্কর (৪৮) নামে এক কেয়ারটেকারকে গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে বারটায় দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আবু বক্কর নোয়াখালীর সেনপাড়া উপজেলার হোসেনপুর গ্রামের মৃত অদুল্লা মিয়ার ছেলে।

 

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরির্দশক (এসআই) আলমগীর হোসেন জানান, রাতে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আবু বক্করকে ৬ তলার ওপরের একটি কক্ষে থেকে দরজা ভেঙে গ্রেফতার করা হয়।

 

দুই কিশোরীর বাবা জানান, একই এলাকায় বসবাস করায় অভিযুক্ত আবু বক্করকে তারা নানা বলে ডাকতো। গত ৫ সেপেম্বর তারা অভিমান করে খালায় বাসায় যাওয়ার পথে তাদেরকে ডেকে নেয় কেয়ারটেকার। এসময় ৬ তলা ভবনের নিচ তলায় তাদেরকে ভয়ভীতি দেখিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে না বলার জন্য ভয় দেখায়।

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, আপন দুই বোনকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত আবু বক্করকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *