সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীর হাট দূর্গাপুর এলাকায় চা দোকানি গুলশান মিয়াকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে র্দূবৃত্তরা। নিহত চা দোকানদার গুলশানের বাড়ি মিঠাপুকুর উপজেলার মমিনপুর গ্রামে, তার বাবার নাম আব্দুল হক বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরো জানায়, গুলশান মিয়া জাযগীর হাট বাসষ্টান্ডে চায়ের দোকান করে। সে বাস ষ্টান্ডের কাছে দূর্গাপুর গ্রামে স্ত্রী ও সন্তান নিয়ে এক বাসায় ভাড়া থাকে। সোমবার রাত দেড়টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে দূর্গাপুর রাস্তায় আগে থেকে ওত পেতে থাকা হেলমেটধারী দু ব্যাক্তি তাকে উপর্যুপরি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরতর আহত করে।
এলাকাবাসি গুলশান মিয়াকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহত গুলশান মিয়ার স্বজনদের অভিযোগ, তার স্ত্রীর সাথে এক যুবকের পরকীয়ার কারণে এ হত্যাকান্ডটি ঘটানো হয়েছে। তবে মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান জানান, আসামিদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।