নজর২৪ ডেস্ক- ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীরের নেতৃত্বে উত্তরার আট থানা বিএনপি নেতারা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
রবিবার (১১ অক্টোবর) দুপুরে উত্তরায় মহাসচিবের বাসায় উত্তরা আট থানা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ও স্থানীয় অঙ্গ সংগঠনের নেতারা সাক্ষাৎ করেন।
তারা গত শনিবার (১০ অক্টোবর) মহাসচিবের বাস ভবনের সামনে উশৃঙ্খল দুষ্কৃতকারীদের কর্মকাণ্ড বুঝতে না পারার জন্য দুঃখ প্রকাশ করে বলেছেন, আর এ রকম কোনো পরিস্থিতি যেন না ঘটে সে ব্যাপারে আমরা সর্বদা সতর্ক থাকবো। আমরা লক্ষ্য করছি, সরকারের পক্ষ থেকে দুরভিসন্ধিমূলক আচরণ।
নেতারা মহাসচিবকে কথা দিয়েছেন আমরা ইনশাআল্লাহ দ্রুততার সঙ্গে এ দুষ্কৃতকারীদের খুঁজে বের করবো।
জাহাঙ্গীর বলেন, মহাসচিব আপনার কাছে আমাদের দাবি, দলের বৃহত্তর স্বার্থে এ ধরনের কোনো দুষ্কৃতকারী যদি দলের মধ্যে থেকে থাকে তাদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিতের মধ্য দিয়ে দলের শৃঙ্খলা ফিরে আনা এটা আমাদের জোর দাবি।
মহাসচিব দলীয় ফোরামে উত্থাপন করে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
জাহাঙ্গীরের সঙ্গে যে সমস্ত নেতারা ছিলেন, তারা হলেন- দক্ষিণখান থানা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন সাগর, দক্ষিণখান থানা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর আলী, উত্তরখান থানা বিএনপির সভাপতি আহসান হাবিব আহসান, উত্তরখান থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বেপারী, খিলক্ষেত থানা বিএনপির সভাপতি ফজলুল হক, খিলক্ষেত থানা বিএনপি সাধারণ সম্পাদক সোহরাব খান স্বপন, উত্তরা পূর্ব থানা বিএনপির সভাপতি আব্দুস সালাম সরকার, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক আফাজ উদ্দিন, বিমানবন্দর থানা বিএনপির সভাপতি জুলহাস পারভেজ মোল্লা, বিমানবন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন ভূঁইয়া, তুরাগ থানা বিএনপির সভাপতি আমান উল্লাহ, তুরাগ থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-উর-রশীদ খোকা প্রমুখ।
উল্লেখ্য, শনিবার দুপুরে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে মনোনয়ন বঞ্চিতদের কর্মী-সমর্থকরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসার সামনে বিক্ষোভ করেছেন। এই বিক্ষোভকালে দলীয় মহাসচিবের বাসায় ডিম ছুড়ে মারেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
আগামী ১২ নভেম্বর এই আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর উত্তরের যুবদল সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন। এই আসনে আরও আটজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
জানা গেছে, শনিবার দুপুরে হঠাৎ করে মির্জা ফখরুলের উত্তরার বাসার সামনে জড়ো হন মনোনয়ন বঞ্চিত বেশ কয়েকজন নেতার কর্মী-সমর্থকরা। তারা সেখানে নানা স্লোগান দেয়ার পাশাপাশি বিএনপি মহাসচিবের বাসার দিকে ডিম ছুড়ে মারেন।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় বহিরাগতরা জড়িত বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির নেতারা। এ ঘটনায় ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। গতকাল শনিবার রাতে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।