নজর২৪ ডেস্ক- সামাজিক যোগাযোগমাধ্যমে অ’স্ত্র প্রদর্শন সংক্রান্ত আলোচনা না থামতেই বগুড়ার এমপি রেজাউল করিম বাবলুর ফেসবুকে এবার ন.গ্ন ছবিরও দেখা মিলেছে। এ নিয়ে নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে।
এদিকে এ ঘটনায় ঢাকার তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানিয়েছেন এমপি রেজাউল করিম বাবলু। ঢাকার তেজগাঁও থানা পুলিশের ওসি সালাউদ্দিন মিয়া জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি খতি’য়ে দেখা হচ্ছে।
এমপি বাবলু বলেন, কে বা কারা আমার ফেসবুকের পাসওয়ার্ড চুরি করে অ’স্ত্র ও ন’গ্ন ছবি পোস্ট করেছিল। বিষয়টি জানতে পেরে শুক্রবার ঢাকার তেজগাঁও থানায় জিডি করি। সঙ্গে সঙ্গে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করেছি। একজন সংসদ সদস্যের মানহানি করতে ষড়’যন্ত্রমূ’লক এ ধরনের হীন কাজ হচ্ছে। এজন্য দুঃখপ্রকাশ করছি আমি।
রোববার দুপুরে এমপি রেজাউল করিম বাবলুর ফেসবুক টাইমলাইনে খোঁজ করে ন’গ্ন ছবি খুঁ’জে পাওয়া যায়নি।
এমপি রেজাউল করিম বাবলু ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ আসন থেকে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিপুল ভোটে এমপি নির্বা’চিত হন। ইতোমধ্যে তিনি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকবার সমালোচিত হয়েছেন। নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করে কৌশলে বিএনপির সমর্থন নিয়ে গণমাধ্যমে তা প্রচার করে রাতারাতি এমপি হন রেজাউল করিম বাবলু।