বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্যঃ কালামকে আজীবনের জন্য বহিষ্কার করল বিএনপি

নজর২৪ ডেস্ক- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতন্ত্র কীভাবে রক্ষা করতে হয় তা শিখিয়েছেন-এমন বক্তব্য দেওয়ার কারণে পটুয়াখালী জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালামকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি।

 

রোববার (১১ অক্টোবর) বিকালে পটুয়াখালী জেলা বিএনপির গুরুত্বপূর্ণ এক নেতা গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

 

তিনি জানান, এক সময় জাসদের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এই কালামের বক্তব্যে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে প্রমাণসহ দেওয়া হলে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত দেওয়া হয়।

 

আজ রোববার দলের সহদপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক পটুয়াখালী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালামকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিস্কার করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *