নিজস্ব প্রতিবেদক, নজর২৪- নোয়াখালীসহ সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং অভিযুক্তদের কঠোর বিচারের দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন এবং শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল ১০টার দিকে ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ গেটের সামনে ‘মানবতার সেবায় ভূঞাপুর ফাউন্ডেশন’ এবং ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে যৌথ এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন শেষে এক পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি উপজেলা পরিষদ প্রদক্ষিণসহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা মানবতার সেবায় ভূঞাপুর ফাউন্ডেশনের সদস্যবৃন্দ তাদের নিজস্ব ব্যানারে এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।