খাদেমুল ইসলাম মামুন, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের ঘাটাইলে ৯০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক মোঃআতাউল গনি। এ সময় ১০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ারও বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত ও ইএনও অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীদা সুলতানা, পৌর মেয়র শহীদুজ্জামান খান, ঘাটাইল থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (তদন্ত) সাইফুল ইসলাম প্রমুখ।