সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও সদস্যগণের অংশগ্রহণে তিনদিন ব্যাপি ‘ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্স’ অনুষ্ঠিত হয়েছে। এটি উদ্বোধন করেছেন স্থানীয় সরকার টাঙ্গাইলের উপপরিচালক শরীফ নজরুল ইসলাম।
জাতীয় স্থানীয় সরকার ইন্সস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে ও মধুপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ০৫ ই অক্টোবর তারিখ হতে ০৭ ই অক্টোবর পর্যন্ত তিনদিনব্যাপী ‘ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্স’ অনুষ্ঠিত হয়েছে।
এই কোর্সে মধুপুর উপজেলার ১১ টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ অংশ গ্রহণ করেছেন।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা বলেন, “কোর্সটির মূল উদ্দ্যশ্যে হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সদস্যদের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে অবহিতকরণ করা। এছাড়াও ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যাবলী সম্পাদনা ও পরিচালনা বিষয়েও অবহিত করা হয়েছে।”
এসময় অন্যান্যদের মধ্যে মধুপুরের এসিল্যান্ড এম. এ করিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান সারোয়ার আলম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।