শাহবাগে মশাল মিছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ

নজর২৪ ডেস্ক- দেশব্যাপী অব্যাহত ধ;র্ষণে;র প্রতিবাদে রাজধানীর শাহবাগে মশাল মিছিল করেছে ধ;র্ষণবিরোধী আন্দোলনকারীরা। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে এ মিছিল শুরু করেন শাহবাগে অবস্থারত আন্দোলনকারীরা। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে অযোগ্য আখ্যা দিয়ে তাঁর কুশপুত্তলিকা দাহ করেছে তারা।

 

এ সময় মশাল মিছিল থেকে ধর্ষণবিরোধী বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান দেওয়া হয়। একইসঙ্গে মিছিল থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়। এসময় মিছিলে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি কুশপুতুলও দেখা যায়।

 

মিছিলে অংশগ্রহণকারীরা জানান, মশাল মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে বাটা সিগন্যাল হয়ে আবার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ফিরে এসে ধ’র্ষণ’বিরোধী প্রতিবাদী সমাবেশে যুক্ত হয়। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে আন্দোলনকারীরা।

 

কুশপুত্তলিকা দাহ সমাবেশে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায় বলেন, সারাদেশে যখন একের পর এক ধ’ র্ষণ, গণধর্ষ’ণ ও খুনের ঘটনা ঘটছে তখন যার কাছে মানুষ নিরাপত্তা বিধানের জন্য আবেদন জানাবে সেই স্বরাষ্ট্রমন্ত্রী জাতির সামনে হতবাক করা বক্তব্যে জানান দিলেন।

 

তিনি বললেন, ‘কোন দেশের নারী ধ’র্ষণ হয় না?’ অর্থাৎ নারী ধ’র্ষণের ঘটনা অত্যন্ত স্বাভাবিক। তাই তার বক্তব্যে সাহস পেয়ে আরও দ্বিগুণ উৎসাহে যুবলীগের কুলাঙ্গাররা পাকিস্তানি নির্মমতাকেও হার মানিয়ে নোয়াখালীতে ঘরে ঢুকে এক নারীকে বিবস্ত্র করে শ্লীলতাহানি ঘটিয়েছে এবং তা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। এই ঘটনায় অনেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।

 

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল, সাবেক সাধারণ সম্পাদক লিটন নন্দী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রিন্সসহ বাম ছাত্রজোটের নেতাকর্মীরা।

 

কুশপুত্তলিকা দাহ শেষে বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় আবারও শাহবাগে জড়ো হওয়ার ঘোষণা দেন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *