মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার শূন্য ঘোষিত মেয়র আসনে বিনা প্রতিদ্বন্দিতায় নব-নির্বাচিত মেয়র সালমা আক্তার শিমুলের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। নব-নির্বাচিত মেয়রকে শপথ বাক্য পাঠ করান, ঢাকা বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান। সালমা আক্তার শিমুল প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের সহধর্মিণী।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও টাঙ্গাইল (০৭) মির্জাপুর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন, স্থানীয় সরকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পরিচালক এম ইদ্রিস আলী, বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের চেয়ারম্যান খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল, মির্জাপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন, যুগ্ম-আহ্বায়ক আবিদ হোসেন শান্ত, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক তাহরিম হোসেন সিমান্ত, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, এছাড়াও বিভিন্ন পৌরসভার ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দরা।