নিজস্ব প্রতিবেদক, নজর২৪- চির’নিদ্রায় শায়িত হলেন ছোট পর্দার জনপ্রিয় নাট্য অভিনেতা আফরান নিশোর বাবা বীর মুক্তি’যো’দ্ধা আব্দুল হামিদ ভোলা মিয়া। তিনি টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ভারই দ্বীমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছিলেন।
বৃহস্পতিবার বিকাল ৫টায় ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জা’নাযা নামাজ অনুষ্ঠিত হয়। তার আগে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়া হয়। পরে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা তার মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
এর আগে ঢাকা থেকে লাশবাহী গাড়িতে আব্দুল হামিদ ভোলা মিয়ার মর’দেহ বিকাল ৩টার দিকে উপজেলার ভারই গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় চারদিকে কা’ন্নায় ভেঙে পড়েন আ’ত্মীয়-স্বজনসহ অন্যান্যরা। নেমে আসে শো’কের ছায়া।
এই বীর মুক্তিযো’দ্ধার জানাজায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ছোট মনির, উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইন, থানা অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম, বীর মুক্তি’যো’দ্ধা আব্দুল হামিদ ভোলা মিয়ার ছেলে ও নাট্য অভিনেতা আফরান নিশো প্রমুখ।
এর আগের সংবাদ-
ভূঞাপুরের আ.লীগ নেতা ভোলা আর নেই