নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠিঃ ঝালকাঠির নলছিটিতে আসন্ন ইউপি নির্বাচনে মোল্লাহরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক তুখোর ছাত্রনেতা বর্তমান ত্যাগী আওয়ামী লীগ নেতা, গোহাইলবাড়ি জে.এম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট কে.এম. মাহাবুব হোসেন সেন্টু আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের প্রার্থীতা ঘোষনা করেছেন।
বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে গোহাইলবাড়ী জে.এম মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, আলোচনাসভা ও দোয়া মাহফিল শেষে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষনা দেন।
বিজয় দিবসের আয়েজিত অনুষ্ঠিত সভায় অ্যাডভোকেট মাহাবুবুর রহমান সেন্টু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র ঝালকাঠি ২ আসনের সাংসদ আমির হোসেন আমু এমপি।
এছাড়াও বক্তব্য রাখেন মোল্লারহাট ইউিয়নের সাবেক চেয়ারম্যান এনামুল হক আলম, শিক্ষক সমিতির সাবেক সভাপতি হারুন অর রশিদ, মোল্লারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদ হোসেন ও শিক্ষক নসু মোল্লাসহ বিদ্যালয়ের সাবেক ছাত্র, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, আলেমসমাজ,আ’লীগের নেতৃবৃন্দ বক্তাব্য রাখেন।
সংবাদ সম্মেলনে তার কর্মীদের প্রকাশ্যে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ্যাডঃ মহাবুবুর রহমান সেন্টু জানান, আমার রাজনৈতিক অভিভাবক ঝালকাঠি-২ আসনের সাংসদ, জননেতা আলহাজ্ব আমীর হোসেন আমু’র নির্দেশনা মোতাবেক তিনি দলের জন্য কাজ করে আসছেন। দল যদি ইউনিয়নবাসীর সেবক হিসেবে কাজ করতে দলীয় মনোনয়ন দেয়, তাহলে তিনি সকল সুবিধা ও সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিবেন এবং মোল্লারহাট ইউনিয়নকে সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক ইউনিয়ন গড়াসহ জনকল্যাণে নিজেকে উৎসর্গ করাসহ নানা প্রতিশ্রুতি দেন ।
