মির্জাপুরে দূর্গা পূজার নিরাপত্তা নিয়ে পৌরসভার মতবিনিময় সভা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পৌর পরিষদ আয়োজিত সকল পূজারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় পৌরসভা কক্ষে এ মতবিনিময় সভা হয়। এতে পৌর সচিব আব্দুস সালামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, পৌর মেয়র সালমা আক্তার।

সভায় পূজার নিরাপত্তা নিয়ে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর যথাক্রমে আলী আজম সিদ্দিকী, শামীম খান, আনোয়ার হোসেন, তাপস সাহা, দুলাল মিয়া, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান, রওশন আরা, আফসানা আক্তার, পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল হাসানাত আকন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ গোস্বামী, সাধারণ সম্পাদক প্রমথেশ গোস্বামী শংকর, পৌর পূজা উদযাপন পরিষদের আহবায়ক উত্তম কুমার সাহা, সদস্য সচিব দিপক মিত্র, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি নিরঞ্জন পাল, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামছুল ইসলাম শহিদ, মির্জাপুর সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেনসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গরা।

মতবিনিময় সভায় আসন্ন দূর্গা পূজায় এই পৌরসভায় সর্বমোট ৫০টি মন্দিরের সার্বিক নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *