সর্বশেষ সংবাদ

কালিয়াকৈরে মাটির ঘর ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে মাটির ঘর ধসে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (সকালে ৬ অক্টোবর) উপজেলার মৌচাক ইউনিয়নের নলিপাড়া এলাকায় মাটির ঘর ধসে ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলো উপজেলার মৌচাক ইউনিয়নের নলিপাড়া এলাকার মৃত হাসেন আলীর ছেলে এমারত হোসেন (৬০) তার স্ত্রী ফালানি আক্তার (৫০)।

এলাকাবাসী পরিবার ও পুলিশ জানায়,গত দুই-দিন যাবত মুষলধারে বৃষ্টি হচ্ছে। নিহত দু’জনই তাদের মাটির ঘরে ঘুমিয়ে ছিলো, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় মাটির ঘরটি ধসে তাদের উপরে পড়ে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।

কালিয়াকৈর থানার (মৌচাক পুলিশ ফাঁড়ির) ওসি শহিদুল ইসলাম মাটির ঘর ধসে স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত