নতুন নয়, আমরা তো আগেও চুমু খেয়েছি: জয়া আহসান

টালিগঞ্জের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির সিনেমা ‘দশম অবতার’ রয়েছে মুক্তির অপেক্ষায়। সিনেমাটির ট্রেলার মুক্তির পরই তা ব্যাপক সাড়া ফেলেছে। ট্রেলারে জয়া আহসান ও অনির্বাণ ভট্টাচার্যের একটি চুম্বনের দৃশ্য নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

পশ্চিমবঙ্গের একটি গণমাধ্যমের সঙ্গে এক ভিডিও সাক্ষাৎকারে চুম্বনের দৃশ্য নিয়ে কথা বলেছেন জয়া ও অনির্বাণ।

চুমুর দৃশ্য নিয়ে অনুষ্ঠানের সঞ্চালক প্রশ্ন করতেই জয়া বলেন, ‘এটা আমাদের জন্য নতুন কিছু নয়। আমরা তো আগেও চুমু খেয়েছি। ইনফ্যাক্ট আমার আর ওর প্রথম দৃশ্যই ছিল চুমুর।’

এ সময় পাশ থেকে অনির্বাণ বলেন, ‘ঈগলের চোখ সিনেমায় প্রথম শটই ছিল চুমু খাওয়ার।’ তার কথায় জয়া যোগ করেন, ‘আমি বসে আছি (ঈগলের চোখ-এর শুটিংয়ে)। হঠাৎ একটা নতুন ছেলে (সেটা ছিল অনির্বাণের প্রথম সিনেমা) এসে চুমু খেয়ে গেল।’

কয়টা টেকে নেয়া হয়েছে এবারের চুমু?- সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে জয়া ও অনির্বাণ দুজনেই আঙুল তুলে বলে ওঠেন, ‘একটা’। সঞ্চালক তখন টিপ্পনি কাটেন, ‘পারফেকশন এতটা! তার মানে…’

তার কথা শুনে হেসে ওঠেন জয়া। তবে এই প্রথম নয়, এর আগে ‘ইগলের চোখ’ এবং পাঁচফোড়ন-এ জয়া-অনির্বাণের রসায়ন দেখেছে সিনেমাপ্রেমীরা।

সত্যিই কি গোপনে প্রেম ছাড়ানো যায়?- এ প্রশ্নে অনির্বাণ মজা করে বলেন, ‘গোপনে একটা প্রেম হয়তো ছাড়ানো যায়, তবে যেহেতু পুরোটাই গোপনে, তাই আরও একটা প্রেম হয়ে যেতে পারে।’

এদিকে ছবি মুক্তির আগেই পড়েছে অনির্বাণ ভট্টাচার্যের জন্মদিন। অনির্বাণকে জন্মদিনে উপহার দিতে হলে কী দেবেন?- সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘জড়িয়ে ধরে আরেকটা চুমু খেয়ে নেব। আর কী দিয়ে মানুষকে খুশি করা যায়…! মানে, মন থেকেই খাব, দেখানোর জন্য নয় কিন্তু!’

‘ঈগলের চোখ’ ছাড়াও জয়া আহসান ও অনির্বাণকে এর আগে ‘এক যে ছিল রাজা’ সিনেমায় দেখা গেছে। যদিও সেটা মাত্র একটি দৃশ্যে। এরপর ‘পাঁচফোড়ন’-এ কাজ করেছেন এই জুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *