সর্বশেষ সংবাদ

ফুলবাড়ীতে নদীতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বাসিন্দা ও বর্তমান শিবনগর ইউনিয়নের ঘাটপাড়া গ্রামে বসবাসকারী আইনুল ইসলামের চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ছেলে হাসু (১১) নদীতে গোসল করতে নেমে মৃত্যুবরণ করেছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর) দুপুর ১ টায়। এলাকাবাসী জানতে পেয়ে নদী থেকে তাকে তুলে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফুলবাড়ী পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন ও শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামেদুল ইসলাম।

ফুলবাড়ী থানার এস.আই আরিফুজ্জামান ঘটনা স্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা যাচাই করে কোনো অভিযোগ না থাকায় লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করেন এবং এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে থানা পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মীর মোহাম্মদ আল কামাহ্ তমাল ওই পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তৎক্ষণাৎ ১০ হাজার টাকা আর্থিক সহায়তার প্রদান করেন।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত