তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দুই গ্রুপের পৃথক পৃথক আয়োজনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেয়র মাসুদুল হক মাসুদ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে জন্মদিনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুজ্জামান চকদার, যুগ্ম সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা মৃধা, অর্জূনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ভূঞাপুর শাহজাহান দারুস উল্লাহ এতিম খানায় ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে খাবার বিতরন করা হয়।
অপরদিকে একই দিনে বিকালে টাঙ্গাইল-২ (গোপালপুর -ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনিরের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গণতন্ত্রের মানসকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেককর্তন অনুষ্ঠানের আয়োজন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ছোট মনির এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল ইসলাম তাং মোহন, সৈয়দ মাসুদুল হক টুকু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, সাবেক জেলা পরিষদের সদস্য আজহারুল ইসলাম আজহারসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসএইচ