ভূঞাপুরে জুয়া খেলার সময় দুই জুয়ারী গ্রেফতার

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে দুই জুয়ারী কে হাতে নাতে গ্রেফতার করে ভূঞাপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার গোবিন্দাসী ঘাটপার এলাকা থেকে ভূঞাপুর থানা পুলিশের এস.আই মামুনের নেতৃত্ব অভিযানে চালিয়ে ২ জুয়ারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার খানুরবাড়ি গ্রামের হোসেন প্রামাণিকের ছেলে সাইদুল (৩০) কুকাদাইর গ্রামের আমজাদ হোসেনের ছেলে কদ্দুস আলী (৪০)। শুক্রবার তাদের টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়।

জানা যায়, দীর্ঘদিন যাবত উপজেলার গোবিন্দাসী এলাকায় নদীর পাড়ে, কখনও নদী বেষ্টিত চরে এই চক্রটি জুয়ার আসর বসিয়ে হাতিয়ে নিচ্ছে সাধারণ মানুষের টাকা পয়সা। তিন বছর পূর্বে ওই এলাকার জুয়ার সংবাদ সংগ্রহ করতে গেলে উপজেলার ৩ সাংবাদিককে মারধর করে মারাত্মক আহত করে ক্যামেরা ছিনিয়ে নেয় জুয়ারিরা। কিছুদিন বন্ধ থাকার পর আবারও শুরু করেছে জুয়ার আসর।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. ফরিদুল ইসলাম জানান, তাদেরকে জুয়ার আসর থেকে গ্রেফতার করে জুয়া খেলা আইনে মামলা করে জেল হাজতে পাঠানো হয়েছে।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *