ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় যুবক আটক

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেয়ায় হাবিব বিন মিজান ইভান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ইভান রংপুর পীরগঞ্জের টুকুরিয়া ইউনিয়নের গর্বন্ধপুর এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান শাহিনের ছেলে।

সোমবার বিকেলে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

এ বিষয়ে ওসি জানান, প্রধানমন্ত্রীকে কটুক্তি করে পোস্ট দেয়ার ঘটনা জানার পর আমরা তাকে আটক করে থানায় নিয়ে আসি। বর্তমানে বিষয়টি গুরুত্ব দিয়ে যাচাই বাছাই করা হচ্ছে। ঘটনার সত্যতার উপর নির্ভর করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা করা গ্রহণ করা হবে। সেই সাথে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে পুলিশের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।

এদিকে হাবিব বিন মিজান ইভানের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা এখনও জানা যায়নি।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *