কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার কালিয়াকৈর পৌর সভার ২ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৩১ জুলাই) দুপুরে লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে জোসনা খানমকে সভাপতি ও পলি আক্তারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ সভায় সভাপতিত্ব করেন, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়, অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়।
সম্মেলনে বক্তব্য রাখেন, কালিয়াকৈর পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক নাছিমা আক্তার, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক শাজাহান মিয়া, মহল্লা কমিটির সভাপতি নুরুল মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসএইচ