নোয়াখালীতে পুলিশের বাড়ীতে চাঁদার দাবীতে কাউন্সিলরের নেতৃত্বে হামলার অভিযোগ

আবদুল্যাহ রিয়েল, ফেনী: নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল খায়ের সোহাগ কৃষ্ণরামপুর গ্রামের বাগান ভিলাতে বৃহস্পতিবার(২৭ জুলাই) বিকেলে চাঁদার দাবীতে হামলার অভিযোগ উঠেছে।

বাগান ভিলার স্বত্বাধিকারী পুলিশ পরিদর্শকের ছায়েদুর রহমানের ছেলে পারভেজ রানা নোয়াখালী পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।বাগান ভিলার মালিক ছায়েদুর রহমান হলেন বাংলাদেশ পুলিশের উপ পরিদর্শক। তিনি সোনাগাজী মডেল থানায় কর্মরত রয়েছেন।

ছায়েদুর রহমান বলেন, আমি চাকুরীর কারণে এলাকায় বাহিরে অবস্থান করছি। এসুযোগে কাউন্সিলর সোহাগ আমার বাড়ীতে হামলা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভাংচুর করে। এরপূর্বে সে বিভিন্ন সময় আমার বাড়ীতে এসে কৌঁশলে চাঁদা দাবী করে আসছে। পৌরসভার নিয়মঅনুযায়ী আমরা ড্রেনের জন্য জায়গা রেখে কাজ শুরু করি। কিন্তু এটিকে উপলক্ষ করে কাউন্সিলর আমার বাড়ীতে হামলা করে। এ বিষয়ে আমরা জেলা পুলিশ সুপারের নিকট অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।

কাউন্সিলর আবুল খায়ের সোহাগ অভিযোগ অস্বীকার করে বলেন পৌরসভার কর্তৃপক্ষের নিয়ম না মেনে ড্রেনের জায়গা দখল করে ঘর নির্মাণ করার বিষয়টি জানার পর আমরা বাঁধা দিতে যায়। এরপরও তারা কাজ করতেছে।

নোয়াখালী পৌরসভার মেয়র মোঃ সহিদ উল্যাহ্ খান সোহেল বলেন ওয়ার্ডটিতে অবস্থিত বাগান ভিলা সংলগ্ন পৌরসভার পক্ষ থেকে ড্রেন নির্মানের কোন উদ্যেগ নেয়া হয়নি। কেউ যদি ড্রেন নির্মানের নামে দখল বা চাঁদা দাবী করে বিষয়টি আমি দেখবো এবং ব্যাবস্থা নিবো।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *