সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক ডা. মিলি, ডা. মুনা ও ডা. শাহাজাদীর মুক্তির দাবিতে ১৭ ও ১৮ জুলাই প্রাইভেট প্রাকটিস ও বেসরকারি প্রতিষ্ঠানে অপারেশন বন্ধের ঘোষণা দিয়েছে রংপুরের গাইনী চিকিৎসকরা।
রবিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অবস্টেটিক্যাল গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) রংপুর জেলা শাখার উদ্যোগে রংপুর মেডিকেল কলেজের সামনে মানববন্ধন ও সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শাহী ফারজানা তাসনীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ গাইনী বিশেষজ্ঞ ডা. আজিজুল হক, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিমল কুমার রায়, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমান, অধ্যাপক ডা. মঞ্জুরুল করিম প্রিন্সসহ অন্যরা।
অধ্যাপক ডা. শাহী ফারজানা তাসনীম বলেন, আজ আমরা এক ঘণ্টা মানববন্ধন করলাম। আগামী ১৭ ও ১৮ জুলাই প্রাইভেট মেডিকেল কলেজ, হাসপাতালসহ প্রাইভেট চেম্বারে আমরা রোগী দেখবো না এবং অপারেশন করবো না। তবে সরকারি হাসপাতালে অপারেশনসহ স্বাভাবিক কার্যক্রম অব্যহত থাকবে।
তিনি বলেন, যে কোনো চিকিৎসক তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে রোগীদের জীবন বাঁচানোর চেষ্টা করেন। নানা জটিলতা থাকায় সেন্ট্রাল হাসপাতালে রোগীটি মারা যায়। এ ঘটনায় কোনো তদন্ত বা নোটিশ ছাড়াই চিকিৎসকদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এছাড়া ডা. মুনা ও ডা. শাহাজাদীর নিম্ন আদালতে জামিন আবেদন করা হলেও আদালত সেই জামিন আবেদন নামঞ্জুর করে দেয়। আমরা অবিলম্বে গ্রেপ্তার চিকিৎসকদের জামিন আবেদন মঞ্জুরসহ নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
এসএইচ