সর্বশেষ সংবাদ

মির্জাপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সকালে প্রেসক্লাব মির্জাপুরের মিলনায়তনে এ সভা হয়।

আলোচনা সভায় মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির আহŸায়ক আবু আহম্মেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোহাম্মদ আবুল কাশেম, যুগ্ম-আহŸায়ক সিবার উদ্দিন, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ প্রমুখ।

এসময় উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ড জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে হুসেইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন, মির্জাপুর থানা মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদুল ইসলাম।

এসএইচ

আরও পড়ুন

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

৯ম শ্রেণির ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উধাও!

কালিয়াকৈরে উপজেলার সাটুরিয়া শোলহাটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন আলী ওই স্কুলের ৯ম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ...

সেরা পঠিত