এখনকার সময়ে ইউটিউব প্ল্যাটফর্মে নাটক মানেই ভিউয়ের হিসাব। সে হিসাবে এবার হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মেহজাবীন চৌধুরীর পর দ্বিতীয় নাট্যাভিনেত্রী হিসেবে এই মাইলফলক ছুঁলেন তিনি।
সোমবার (১০ জুলাই) নাগাদ তার অভিনীত ৫১টি নাটক কোটি ভিউয়ের ঘরে প্রবেশ করেছে। নিজের নতুন এই অর্জনে ভীষণ উচ্ছ্বসিত এ অভিনেত্রী।
তিশা বলেন, ‘এমন খবর শোনার পর আমি ভীষণ উচ্ছ্বসিত। খুব ভালো লাগছে যে আমার এত কাজ কোটি দর্শক পর্যন্ত পৌঁছেছে এবং তাঁর সেগুলো পছন্দ করেছেন।’
দর্শকদের ধন্যবাদ জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘ভিউ মানে কাজটি কতজন দেখেছে। যেহেতু কাজগুলোতে অনেক ভিউ হয়েছে তার মানে দর্শক পছন্দ করেছেন। তাদের সাপোর্ট না পেলে হয়তো এটা সম্ভব হতো না। সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। ধন্যবাদ জানাতে চাই এই কাজগুলোর সঙ্গে সম্পৃক্ত সবাইকে।’
তবে ভিউয়ের স্রোতে গা ভাসাতে রাজি নন তিশা, করতে চান মানসম্পন্ন কাজ। তার কথায়, ‘ভিউ আর মান দুটো আলাদা বিষয়। কাজ চূড়ান্ত করার আগে মানটা আগে খতিয়ে দেখি। সংখ্যায় কম হলেও মানসম্পন্ন কাজ করতে চাই।’
এবার ঈদে মোট ৫টি নাটকে অভিনয় করেছেন তিশা। প্রতিটি নাটকেই গল্প ও চরিত্রে ভিন্নতা আছে বলে জানান তিনি। ‘পুতুলের সংসার’, ‘শরবত’, ‘আই অ্যাম ডিভোর্সড’, ‘কঞ্জুস ২’ ও ‘এভাবেও ভালোবাসা যায়’ নাটকগুলোতে পরিণত এক তিশাকেই খুঁজে পেয়েছেন দর্শক। নাটকগুলো নিয়ে দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন বলে জানালেন তিশা।