মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের পকেট কমিটি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুলাই) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের নলগাইরা বাজারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, কাঞ্চনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল সবুর মিয়া ও সাবেক সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
এসময় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফরহাদ মিয়া, সদস্য আব্দুল গনি সিদ্দিকী, সভাপতি প্রার্থী শফি উদ্দিন আহমেদসহ ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যবৃন্দ উপস্থিত ছিলন।
এসএইচ