আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারি সংস্থা এসোসিয়েশন ফর দ্যা ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্টের (এডিডি) উদ্যোগে ৬২ প্রতিবন্ধী শিশুর মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টায় পৌর এলাকার তেঁতুলিয়া স্বপ্নপুরী রোডস্থ সংস্থাটির কার্যালয়ে উপকরণ বিতরণী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ফুলবাড়ী পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন সংস্থাটির নির্বাহী পরিচালক মো. আহাদুজ্জামান সোহাগ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান প্রমুখ। শেষে আনুষ্ঠানিকভাবে ৬২ জন প্রতিবন্ধীর মধ্যে সহায়ক উপকরণ তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।
এসএইচ