সর্বশেষ সংবাদ

মির্জাপুরে দিনব্যাপী রথযাত্রা উৎসব

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) বিকেলে উপজেলার বানাইল ইউনিয়নের ভূষন্ডী রথখোলা শ্রী শ্রী রাধা গোবিন্দ নাট মন্দির কমিটির আয়োনে এ উৎসব হয়।

এসময় আলোচনা সভায় ভূষন্ডী রথখোলা মন্দির কমিটির প্রধান উপদেষ্টা বাবু জগদীশ প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল মোমেন সিকদার।

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু, সঞ্চালনা করেন, ভূষন্ডী রথখোলা শ্রী শ্রী রাধা গবিন্দ নাট মন্দির কমিটির সভাপতি স্বপন কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক শ্রী দুলাল চন্দ্র শীল।

শোভাযাত্রা শেষে ভূষন্ডী শ্রী শ্রী রথখোলা রাধা গবিন্দ নাট মন্দির প্রাঙ্গণে পূজাঅর্চনা, রথটান ও মেলা অনুষ্ঠিত হয়। আগামী বুধবার (২৮ জুন) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে জানা যায়।

উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এ বছরও চন্দ্র আষাঢ়ের শুক্ল পক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। এ রথযাত্রা নানা ধর্মীয় অনুষ্ঠান মালার মাধ্যমে আনন্দ মুখর পরিবেশে দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আয়োজন করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ হলেন জগতের নাথ ও অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছে ঈশ্বর। তাই রথ যাত্রার মধ্য দিয়ে জগতের সার্বিক কল্যাণ সাধন করা হয়। পাপমোচনের একমাত্র মুক্তিলাভ। জীব রূপে তাকে আর জন্ম নিতে হয় না, এ বিশ্বাস থেকেই রথযাত্রা উপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা শুরু করেন সনাতনী ধর্মাবলম্বীরা।

এসএইচ

আরও পড়ুন

৯ম শ্রেণির ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উধাও!

কালিয়াকৈরে উপজেলার সাটুরিয়া শোলহাটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন আলী ওই স্কুলের ৯ম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ...

টাঙ্গাইল-৭ আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেলেন শুভ এমপি

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক...

সেরা পঠিত