সর্বশেষ সংবাদ

ভালোবেসেই মানুষ আমার নামে গরুর নাম রাখে: হিরো আলম

পবিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য হাটে তোলা পশুর নাম নিজের নামে রাখা নিয়ে কোনো আক্ষেপ নেই কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের। যারা এই নামকরণ করেন, তারা তাকে ভালোবেসেই করেন বলে মনে করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পেজে হিরো আলম একটি ভিডিও পোস্ট করেছেন মঙ্গলবার। সেখানেই এক প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।

হাটে আপনার নামে গরু ওঠে বিক্রির জন্য, বিষয়টি কীভাবে দেখেন- এ প্রশ্নে হিরো আলম বলেন, প্রতিবারই তো হিরো আলমের নামে মানুষ গরু পালে, যারা বিক্রি করে; হিরো আলমের নামে গরুর নাম দিলে হয়তো ভালো বিক্রি হবে।

তিনি বলেন, কেউ হয়তো ভালোবেসে, শখ করেও এটা রাখে। গরুর নাম হিরো আলম, এবার ঈদে নতুন না। আগেও এমন ঘটনা ঘটেছে। তাই আমি এটা নিয়ে মন খারাপ করি না। তারা আমাকে ভালোবাসে, এজন্য আমার নামে তারা গরুর নাম রাখে।

হিরো আলম বলেন, যারা আমাকে ভালোবাসে তারা আমার নামে গরুর নাম রাখে। এটা নিয়ে আমার কোনো রাগ নাই, অভিমান নাই। হিরো আলমের নামের একটা দাম আছে। সবমিলিয়ে ক্রেতারা গরুটা কেনে।

তিনি বলেন, গাবতলী হাটে আমার নামে গরু আসলে, আমি ফ্রি থাকলে অবশ্যই হাটে গরুটা দেখতে যাব।

আরও পড়ুন

সবার সন্তান যেন আমার মতো হয়: জায়েদ খান

ঢাকাই চলচ্চিত্রে বেশ আলোচিত-সমালোচিত একটি নাম জায়েদ খান। নতুন কোনো চলচ্চিত্রের কাজ নিয়ে আলোচনায় না থাকলেও নানা সময় নানা মন্তব্য ও ব্যক্তিগত জীবন নিয়ে...

ভক্তদের মনের আশা মেটাবেন সামিরা মাহি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। আজ শুক্রবার কোনো শুটিং রাখেননি । বিশ্রাম নিচ্ছেন। বিদায়ের দ্বারপ্রান্তে থাকা বছরসহ নানা বিষয়ে একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা...

সেরা পঠিত