মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে গনসংযোগ ও রাস্তার মাটি ভরাটের কাজের শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।
রোববার (১৪ মে) বিকেলে সাড়ে ৫ টার দিকে উপজেলার ফুলকি ইউনিয়নের ময়থা হাটে সাধারণ জনগণের সাথে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। পরে ময়থা সাধুলি পাড়া হইতে নিরাইল বিল পর্যন্ত রাস্তার মাটি ভরাট কাজের শুভ উদ্বোধন করেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান গাউছ, সাধারণ সম্পাদক মির্জা রাজিক, উপজেলা ভাইস চেয়াম্যান শাহাদত হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, বাসাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেলসহ উপজেলা ও ইউনিয়নের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসএইচ