মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের পৌর শহরের ডুবাইল ডাঙ্গাপাড়া গ্রামের মো. আকবর আলী সাধুর বাড়িতে রবিবার ভোর ছয়টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে তার নিজ বসতবাড়ি পুড়ে যায়।
এলাকাবাসী সূত্রে জানা যায় ভোরের দিকে ঘরের ভিতর আগুন দেখতে পায়, বাড়ি থেকে কোন কিছু বের করার আগেই সম্পূর্ণ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাড়ির মালিক আকবর আলী বলেন নগদ অর্থ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সহ স্বর্ণলঙ্কার ও বাড়ির সকল আসবাবপত্রসহ ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এতে করে আমি ও আমার পরিবার নিঃস্ব হয়ে গেছি।
গোপালপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, বাড়ির মালিক সকালের নামাজ পড়তে গিয়েছিলেন তখন তার বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত ঘটে পরে এলাকাবাসী ও আমাদের ফায়ার সার্ভিস কর্মীবৃন্দ আগুন নিয়ন্ত্রণে আনে।
এসএইচ