সর্বশেষ সংবাদ

গোপালপুরে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ৪ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৪৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে উত্তর টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল রাত দুইটার দিকে চাতুটিয়া মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দড়িশয়া গ্রামের মাদক সম্রাজ্ঞী নামে পরিচিত ফিরোজা বেগমের ছেলে ফেরদৌস শেখ (৩৬) ও ঝাওয়াইল বাজারের নূর হোসেনের ছেলে সুজন আহমেদ (৩২)।

গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন খবরের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত