মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ৪ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৪৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে উত্তর টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল রাত দুইটার দিকে চাতুটিয়া মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দড়িশয়া গ্রামের মাদক সম্রাজ্ঞী নামে পরিচিত ফিরোজা বেগমের ছেলে ফেরদৌস শেখ (৩৬) ও ঝাওয়াইল বাজারের নূর হোসেনের ছেলে সুজন আহমেদ (৩২)।
গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন খবরের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
এসএইচ