সর্বশেষ সংবাদ

হাতীবান্ধায় মক্কা মেম্বারসহ র‍্যাবের হাতে আটক ৪

মো. ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অভিযান চালিয়ে ৪০৫ পিচ ইয়াবাসহ সাবেক মেম্বার মোফাজ্জল হোসেন মক্কাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে র‍্যাব-১৩। রবিবার (১৪ মে) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, ওই উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পশ্চিম কাদমা এলাকার নজিবর রহমান (কাঞ্চন) এর ছেলে মোফাজ্জল হোসেন মক্কা (সাবেক মেম্বার) (৪০) ও মিজানুর রহমান (৩৫) এবং নুর মোহাম্মদ (২৫), পিতা-মোঃ মোহর উদ্দিনের ছেলে নুর মোহাম্মদ (২৫)।

র‍্যাব-১৩ এর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত ৯টার দিকে র‍্যাব-১৩ এর একটি চৌকস দল ঐ উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পশ্চিম কাদমা এলাকায় অভিযান চালিয়ে সাবেক মেম্বার মোফাজ্জল হোসেন মক্কার বসত ঘর হতে ৪০৫ পিচ ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক করে নিয়ে যায়।

পরে র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীগন দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে মাদক ব্যবসা করে আসছে বলে স্বীকার করে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‍্যাবের গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে, র‍্যাব বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

হাতীবান্ধা থানার ওসি শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এসএইচ

আরও পড়ুন

৯ম শ্রেণির ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উধাও!

কালিয়াকৈরে উপজেলার সাটুরিয়া শোলহাটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন আলী ওই স্কুলের ৯ম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ...

টাঙ্গাইল-৭ আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেলেন শুভ এমপি

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক...

সেরা পঠিত