মির্জাপুরে শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) মির্জাপুর পৌরসদরের পুরাতন টার্মিনাল এলাকায় কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

সভায় উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. মোতালেব মিয়ার সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজু আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাইদুর রহমান খান বাবুল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, দফতর সম্পাদক মো. জহিরুল হক, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. রফিক মিয়া, পৌর শ্রমিক লীগের সভাপতি আলী হোসেনসহ শ্রমিক লীগের নেতাকর্মীবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *