সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- দায়িত্ব পালন শেষে মোটরসাইকেল যোগে কর্মস্থলে ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে র্যাবের এক উপ-পরিদর্শক (এসআই) নি’হত হয়েছেন।
রোববার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুরে গড়ের মাথা নামক স্থানে এ ঘটনা ঘটে। নি’হত ওই র্যাব এসআইয়ের নাম রাজু মিয়া (৩০)। তিনি রংপুর র্যাব-১৩ এ গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার রাত ১১টার দিকে র্যাবের এসআই রাজু মিয়া মিঠাপুকুর উপজেলার শাল্টিরহাট এলাকায় দায়িত্ব পালন শেষে ফুলবাড়ি-মিঠাপুকুর আঞ্চলিক মহাসড়ক ধরে মোটরসাইকেলযোগে কর্মস্থল রংপুর র্যাব-১৩ কার্যালয়ে ফিরছিলেন। পথে মিঠাপুকুর গড়েরমাথা এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সাথে মোটরসাইকেলটির মু’খো’মু’খি সং’ঘ’র্ষ হয়।
এ সময় মোটরসাইকেল থেকে ছি’টকে সড়কের ওপর প’ড়ে যান রাজু মিয়া। তাকে গু’রু’তর আহত অবস্থায় উ’দ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্ত’ব্যর’ত চিকিৎসক তাকে মৃ’ত ঘো’ষণা করেন।
মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।