প্রস্তাবিত ধলেশ্বরী উপজেলা বাতিলের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- প্রস্তাবিত ধলেশ্বরী উপজেলা টাঙ্গাইল মির্জাপুর উপজেলার বানাইল ও আনাইতারা ইউনিয়নকে সংযুক্ত করার প্রতিবাদে সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্ল্যা বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টা ব্যাপি অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মির্জাপুর ও দেলদুয়ার উপজেলার কয়েক হাজার মানুষ।

 

পরে পুলিশ স্থানীয়দের দাবি উর্ধ্বতন কর্তৃপক্ষে অবহিত করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা। এ সময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে যানবাহনে আটকে থাকা যাত্রীরা।

 

বানাইল ও আনাইতারা ইউনিয়ন সর্বদলীয় সংগ্রাম পরিষদের আাহ্বায়ক আব্বাস বিন হাকিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, তিন সাংগঠনিক সম্পাদক, তৌফিকুর রহমান তালুকদার রাজীব, সৈয়দ ওয়াহিদ ইকবাল, মাজাহারুল ইসলাম শিপলু, সদস্য মিজু আহমেদ, উপজেলা বিআরডিবি সভাপতি মোহাম্মদ জহিরুল হক, উপজেলা যুবলীগ আহ্বায়ক শামীম আল মামুন, যুগ্ম-আহ্বায়ক আজহারুল ইসলাম, টাঙ্গাইল জেলা যুবলীগের সহ-সম্পাদক মীর মঈন হোসেন রাজীব প্রমুখ।

 

বক্তরা বলেন, মির্জাপুরের বানাইল, আনাইতারা ইউনিয়নের সর্বস্তরের জনগণ প্রস্তাবিত ধলেশ্বরী উপজেলায় কখনোই অন্তর্ভুক্তি হবে না। প্রয়োজনে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি পালন করা হবে।

 

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো.শফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের দাবি উর্ধ্বতন কর্তৃপক্ষে অবহিত করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

 

উল্লেখ্য, টাঙ্গাইল জেলায় ধলেশ্বরী নামে নতুন একটি উপজেলা করার চেষ্টা চলছে। মির্জাপুর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলা থেকে দুটি করে ইউনিয়ন কেটে নিয়ে প্রস্তাব করা হয়েছে কথিত ধলেশ্বরী উপজেলার। এ সংক্রান্ত সরকারি কোন ঘোষণা আসেনি। তবে জানা গেছে, প্রস্তাবটি বাস্তবায়নে জোর তদবির করছে একটি মহল। সংশিষ্ট তিনটি উপজেলায় চাউর হলে এলাকাবাসী হয়ে উঠেছে প্রতিবাদ মুখর। ব্যাপক কথা চালাচালি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে ৬টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলার কথা চলছে সেসব ইউনিয়নের মানুষ ফুঁসে উঠছেন। ফেটে পড়ছেন ক্ষোভে।

 

তারা বর্তমানে যে উপজেলার অংশ হিসেবে আছেন, থাকতে চান সেভাবেই। নতুন কোন উপজেলার বাসিন্দা হওয়ার ঘোর বিরোধী তারা। এনিয়ে ইতোমধ্যে সেসব ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ ও প্রতিবাদ সভা। স্থানীয়ভাবে অনুষ্ঠিত এসব প্রতিবাদ সভায় অংশ নেন হাজার হাজার মানুষ। দলমত নির্বিশেষে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ। এমন একটি সর্বদলীয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মির্জাপুর উপজেলার বানাইল ও আনাইতারা ইউনিয়নের সকল শ্রেণির পেশা মানুষ সমবেত হন এই সমাবেশে। মির্জাপুর থেকে বিচ্ছিন্ন করে ইউনিয়ন দুটি কথিত ধলেশ্বরী উপজেলার সাথে সংযুক্ত করার প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন সমাবেশকারীরা। তারা এধরনের প্রচেষ্টাকে অদূরদর্শী ও অন্তর্ঘাতমূলক বলে মন্তব্য করেন। বিক্ষোভকারীরা অঙ্গীকার করেন যেকোন মূল্যে এই চক্রান্ত রুখে দেয়ার।

 

প্রসঙ্গটি নিয়ে তিন উপজেলার ৬ ইউনিয়নের মানুষের মাঝে এখন বিরাজ করছে চরম উত্তেজনা। টাঙ্গাইলে নতুন উপজেলা করার প্রস্তাবের নেপথ্যে সরকারের রাজনৈতিক কোন অঙ্গীকার আছে বলে আমাদের জানা নেই। ফলে কথিত ধলেশ্বরী উপজেলা করার গোপন উদ্যোগ জনমনে অসন্তুষ্টির পাশাপাশি সৃষ্টি করেছে ব্যাপক বিতর্কের। প্রশ্ন উঠেছে, নতুন উপজেলার যৌক্তিকতা নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *