মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি- লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় খেলতে গিয়ে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে জুই আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে ঐ উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের তেলিপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত জুই আক্তার ঐ এলাকার জুয়েল রানার মেয়ে।
জানা গেছে, জুই আক্তার বাড়ির উঠানে খেলা করছিলো। কিছু সময় পর শিশুটিকে কোথাও না দেখে খোঁজাখুঁজি করে তার পরিবারের লোকজন। এমন সময় শিশুটিকে বাড়ির অদূূরে ডোবার পানিতে পড়ে ভেসে থাকাতে দেখে এলাকাবাসী। পরে ডোবার পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
সিঙ্গিমারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আক্কেল আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, ঘটনাটি এখনো আমাকে কেউ অবগত করেনি। খোঁজখবর নেয়া হচ্ছে।