ধর্ষকের মৃত্যুদন্ড আইন চেয়ে রংপুরে বিএনপির মানববন্ধন

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধুকে নির্যাতন করে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে মহানগর বিএনপি।

 

বক্তারা অভিযোগ করেন, সারাদেশে যত নারী ধর্ষণের শিকার হয়েছে তারা প্রায় সকলেই সরকারি দলের নেতা অথবা ক্যাডার। তারা বলেন, ছাত্রলীগের ফরিদপুরের নেতা দু হাজার কোটি টাকার মালিক কেমনে হয়। ধর্ষকদের পৃষ্টপোষক হচ্ছে এই সরকারের নেতারা। ফলে এভাবে ধর্ষণ বন্ধ হবেনা অবিলম্বে বিশেষ ট্রাইবুনাল গঠন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুূদন্ড আইন প্রণয়নের দাবি জানান।

 

মহানগর বিএনপির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম মিজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ন সম্পাদক মির্জা বাবর বাবুল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক সেলিম চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

এদিকে জেলা ও মহানগর বিএনপি এক সাথে মানববন্ধন করার কথা থাকলেও শেষ মহুর্তে মহানগর বিএনপি এক সাথে কর্মসূচি পালনে অপরাগতা প্রকাশ করায় জেলা বিএনপির নেতারা মানববন্ধনে অংশ নেবার জন্য দাঁড়ালেও তারা দলীয় কার্যালয়ে ফিরে যায়। পরে মহানগর বিএনপির মানববন্ধন শেষে জেলা বিএনপি আলাদাভাবে মানববন্ধন করে।

 

এ ব্যাপারে জেলা মহিলা দলের সভাপতি শাহিদা বেগম জোস্না বলেন, এক সাথে করলে ভালো হতো কিন্তু মহানগর বিএনপি আলাদা করবে বলে জানিয়ে দেয়ায় আমরা জেলা বিএনপি ও মহিলা দল একসাথে আলাদাভাবে মানববন্ধন করেছি।

 

এ ব্যাপারে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু কোন মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক দুজন বিএনপি নেতা জানান, বিএনপির নিজেদের মধ্যে গ্রুপিং এর কারণে দলের এই দুরাবস্থা আর সকলেই নেতা হতে চায় এটাও একটা সমস্যা বলে জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *