পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে একাধিকবার ধ.র্ষ.ণের অভিযোগ

নজর২৪, নারায়ণগঞ্জ- এবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধর্ষণের অভিযোগে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী (২৫)। বুধবার (৭ অক্টোবর) রাতে ভুক্তভোগী তরুণী সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।

 

অভিযুক্ত পুলিশ কনস্টেবল আব্দুল কুদ্দুস নয়ন (৩৫) ঢাকার রাজারবাগ পুলিশলাইন্সে কর্মরত। তরুণীর অভিযোগ বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে নয়ন।

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগী নারী সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় একটি বিউটি পার্লারে কাজ করেন। পুলিশ সদস্যের সঙ্গে দুই বছর আগে ফেসবুকে তার পরিচয়। এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সূত্র ধরেই বিয়ে হয়। তবে তাদের কোনো কাবিননামা ও বিয়ের রেজিস্ট্রি নথি নেই। মসজিদের হুজুরের মাধ্যমে বিয়ে পড়ানো হয়।

 

ওসি আরো বলেন, আগের স্বামীর সঙ্গে ডিভোর্স ওই নারীর হয়েছে। আগের ঘরের একটি সন্তানও রয়েছে। বুধবার রাতে ওই ওই নারী ধর্ষণের কথা উল্লেখ করে লিখিত অভিযোগ দিলে তা মামলা হিসেবে গ্রহণ করা হয়৷ অভিযুক্ত কনস্টেবলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *