হবিগঞ্জে কোচিং করাতে গিয়ে ছাত্রীর সাথে শিক্ষকের প্রেম, একাধিকবার ধ.র্ষ.ণ

নজর২৪, হবিগঞ্জ- হবিগঞ্জ সদর উপজেলার আটঘরিয়া গ্রামে প্রেমের ফাঁদে ফেলে জনৈক এক মাদ্রাসা ছাত্রী (১৮) কে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত অবস্থায় ওই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত ফয়সল আহমেদ রাজন (২৮) পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

 

মামলার বরাত দিয়ে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই আবু নাঈম জানান, হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের চরহামুয়া নগর গ্রামের মাদ্রাসা পড়ুয়া জনৈক কন্যার সাথে কোচিং করার সুবাধে পরিচয় হয় সদর উপজেলার পইল ইউনিয়নের আটঘরিয়া গ্রামের ফয়সল আহমেদ রাজনের। রাজন ওই কোচিং সেন্টারে শিক্ষকতা করত। পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায় ২ বছর ধরে চলে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। এরই প্রেক্ষিতে সোমবার রাজন ওই মাদ্রাসা ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দিয়ে তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করে।

 

রাতে ওই মাদ্রাসা ছাত্রীর পরিবার তাদের মেয়েকে খুজে পাওয়া যাচ্ছে না এবং রাজনের সাথে প্রেমের সম্পর্কের বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ রাজনের বাড়িতে অভিযান চালায়। এসময় নির্যাতিতা ওই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করা হলেও রাজন কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে।

 

এসআই আবু নাঈম আরো জানান, ভিকটিম নিজেই বাদী হয়ে রাজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছে। তাকে ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *