অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোটার- সিলেট ও নোয়াখালীসহ সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। বুধবার দুপুর ১২টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
নারী সংগঠনসমূহের জাতীয় নেটওয়ার্ক ফাউন্ডেশন-দুর্বার টাঙ্গাইল, জেলা যৌন হয়রানি নির্মুলকরণ নেটওয়ার্ক মানববন্ধনের আয়োজন করে।
এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন পালন শেষে বক্তারা বলেন, দেশে নারী নির্যাতন বেড়ে গেছে। এই ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা যারা করছে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।