শাহবাগে তুমুল বৃষ্টিতেও থামেনি ধ.র্ষ.ণ বিরোধী আন্দোলন

নজর২৪ ডেস্ক- দেশের বিভিন্ন স্থানে উদ্বেগজনক ধ.র্ষ.ণ ও নারী নি.র্যা.তনের বিরুদ্ধে নানা কর্মসূচিতে উত্তাল হয়ে রয়েছে শাহবাগ। তুমুল বৃষ্টি মাথায় নিয়েও ধর্ষ.ণবিরোধী আন্দোলন অব্যাহত রেখেছেন এ আন্দোলনের কর্মীরা।

 

বুধবার (৭ অক্টোবর) শাহবাগ এলাকায় বৃষ্টি শুরু হলে বৃষ্টিতে ভিজে স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। এদিন বিকেল চারটার কিছু আগে বৃষ্টি শুরু হওয়ার পর কেউ কেউ এদিক-সেদিক ছোটাছুটি করলেও আন্দোলনকারীদের বেশির ভাগ কর্মী বৃষ্টিতে ভিজে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

 

এ সময় আন্দোলনকারীরা ‘হামলা-মামলা বৃষ্টিতে আন্দোলন থামবে না’, ‘ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘অবিলম্বে ধর্ষকদের বিচার চাই, করতে হবে’ স্লোগানে শাহবাগ জাতীয় জাদুঘর এলাকা মুখর করে তোলেন।

 

এর আগে সকাল ১১টা থেকে আন্দোলনকারীরা শাহবাগ চত্বরে জমায়েত হন। এরপর থেকেই আন্দোলনকারীরা ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অনেকের হাতেই ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

 

‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে পালিত হচ্ছে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি। এতে যোগ দিয়েছে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি। ‘ধর্ষণের ও নিপীড়ন বিরোধি ছাত্র জনতা’, ‘সেভ আওয়ার ওম্যান- বাংলাদেশ’ এবং প্রগতিশীল বিভিন্ন সংগঠন রাস্তায় থেকে ধর্ষণের বিরুদ্ধে কর্মসূচি পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *