মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত নারীর (৪৫) মৃত্যু হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়নের ধেরুয়া চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত মহিলাটি বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় চলাফেরা করছিলো। সোমবার সকালে ট্রেন লাইন ধরে ব্র্রিজের উপরে উঠে দক্ষিণ দিকে হাঁটতে থাকে। এমতাবস্থায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস নামক ট্রেনটি ওই স্থানে পৌঁছালে ট্রেনের ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মির্জাপুর রেলস্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে রাজধানীর কমলাপুর প্রেরণ করা হয়েছে। পরিচয় পেলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে না করা গেলে ময়না তদন্ত শেষে মরদেহ আঞ্জুমানের মাধ্যমে দাফন করা হবে।