আবদুল্লাহ রিয়েল, ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে স্থানীয়দের সহায়তার গাড়ি ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়।
ছিনতাইকারীরা হলেন- সুমন বড়ুয়া (২১), পিতা-সজীব বড়ুয়া, মাতা-লতিফা বড়ুয়া, সাং-উজানী পাড়া, থানা-বান্দরবান সদর, জেলা-বান্দরবান, মোঃ রাজিব হোসেন ইমন (২০), পিতা-মোঃ জাফর, মাতা-কুলছুমা আক্তার, সাং-মতিপুর, পোঃ দ্বীন মনিরহাট, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী,মোঃ আরিফ (১৯), পিতা-আবুল হোসেন, মাতা-হোসনেয়ারা বেগম, সাং-করিতলা, পোঃ করিতলা, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম পলাশ তিন গাড়ি ছিনতাইকারীকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতভর অভিযান চালিয়ে ভোর ৫টায় মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর থেকে ওই তিন ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হবে।